শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

SG | ১২ এপ্রিল ২০২৫ ১৭ : ২৯Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে জড়িত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পদক্ষেপ নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলায় জড়িত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল)-এর সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
এজেএল, যেটি আগে ন্যাশনাল হেরাল্ড পত্রিকা প্রকাশ করত, সেটি ইয়ং ইন্ডিয়ান লিমিটেড (ওয়াইআইএল)-এর দ্বারা অধিগ্রহণ করা হয়। এই কোম্পানির মালিকানা মূলত সোনিয়া ও রাহুল গান্ধীর হাতে। ইডির দাবি, এই অধিগ্রহণের পেছনে ছিল আর্থিক কৌশল এবং বেআইনি অর্থ পাচার, যার মাধ্যমে প্রায় ৯৮৮ কোটি টাকার সম্পত্তি দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে।
গত ১১ এপ্রিল, দিল্লি, মুম্বই ও লখনউয়ের রেজিস্ট্রি অফিসগুলোকে সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। এই শহরগুলিতেই এজেএলের বিতর্কিত সম্পত্তিগুলি অবস্থিত। এর আগে, ২০২৩ সালের নভেম্বর মাসে ইডি দিল্লি, মুম্বই ও লখনউতে মোট ৬৬১ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি এবং ৯০.২ কোটি টাকার এজেএল শেয়ার প্রাথমিকভাবে বাজেয়াপ্ত করে। এই প্রাথমিক সংযুক্তি সম্প্রতি এক বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ইয়ং ইন্ডিয়ান মাত্র ৫০ লাখ টাকার বিনিময়ে এজেএলের ওপর নিয়ন্ত্রণ নিয়েছিল, যার সম্পত্তির মোট মূল্য ২,০০০ কোটিরও বেশি। বিজেপি নেতা সুভ্রমনিয়ম স্বামী ২০১৪ সালে একটি ফৌজদারি মামলা দায়ের করেন, যার ভিত্তিতে এই তদন্ত শুরু হয়।
এছাড়াও, মুম্বইয়ের হেরাল্ড হাউজ ভবনের তিনটি তলায় বর্তমানে অবস্থানকারী জিন্দাল সাউথ ওয়েস্ট প্রজেক্টস কোম্পানিকে একটি আলাদা নোটিস পাঠানো হয়েছে। তাদের বলা হয়েছে, ভবিষ্যতের সব ভাড়ার অর্থ ইডি-র কাছে জমা দিতে হবে।
ইডির বক্তব্য, এই সম্পত্তিগুলি বেআইনিভাবে অধিগ্রহণ করা হয়েছে এবং এগুলোর ব্যবহার করে ‘অবৈধ অর্থ’ উপার্জন করা হচ্ছিল। এমনকি ভুয়ো অনুদান, অগ্রিম ভাড়া এবং বিজ্ঞাপনের আড়ালে ৮৫ কোটির বেশি টাকা জোগাড়ের প্রমাণও তারা পেয়েছে।
তদন্ত প্রক্রিয়াটি ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও, এই নিয়ে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক ও আর্থিক দুর্নীতির অভিযোগ আরও গভীরতর হলো বলে মনে করা হচ্ছে।
নানান খবর
নানান খবর

নতুন বিজ্ঞাপনী বিপ্লব "প্রশান্ত", অভিনব বিজ্ঞাপনী কৌশল নজর কাড়ল নেটদুনিয়ায়

মুস্তাফাবাদে বিল্ডিং ধস: মৃত্যু বেড়ে ১১, উদ্ধারকাজ চলছে

ভয়ঙ্কর, স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে দিলেন মদ্যপ ব্যক্তি!

বিয়েবাড়ি থেকে ফেরার পথে বিপত্তি, গভীর খাদে উল্টে পড়ল গাড়ি, মৃত সকল যাত্রী

নন্দাদেবীর বরফে লুকনো সিআইএ-র পারমাণবিক যন্ত্রের রহস্য কী? কোথায় উধাও হয়ে গেল? খোঁজ মেলেনি ৫০ বছরেও

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

ওয়াকফ সংশোধনী আইনকে স্বাগত, মোদির সঙ্গে দেখা করে জানালেন দাউদি বোহরার প্রতিনিধিদল

২৫ বছর বাদ গ্রাহাম স্টেইনসের হত্যাকারীর মুক্তি, মালা পরিয়ে সংবর্ধনা, ওড়িশা সরকারের পদক্ষেপে বিতর্ক

ভিক্ষুকের হাতে মার খেলেন যুবক! কারণ জানলে অবাক হবেন আপনিও

কাশ্মীর নিয়ে 'উস্কানিমূলক' মন্তব্যে পাক সেনা-প্রধানের, পাল্টা কড়া জবাব নয়াদিল্লির

ছুটির দিনে মহিলা কর্মচারীকে দোকানে ডাকলেন ম্যানেজার, তারপর...